প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া ই-কমার্স ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি ভুক্তভোগী গ্রাহকদের টাকা ফেরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।
সোমবার (৪ অক্টোবর) বিকেলে গণভবনে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে অংশগ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, যারা করোনা মহামারির মতো পরিস্থিতিতে প্রতারণা করে মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে তাঁদের সাজা নিশ্চিত করা হবে। তদন্ত করে প্রয়োজনে বিদেশ থেকে টাকা ফেরত এনে ক্ষতিগ্রস্তদের টাকা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান এবং বিভিন্ন উচ্চপর্যায়ের ইভেন্টে অংশগ্রহণের জন্য এক সরকারি সফরে গত ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করেন। ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর তিনি ওয়াশিংটন ডিসিতে অবস্থান শেষে ১ অক্টোবর দেশে ফেরেন।
এএ