ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) রুট পারমিটবিহীন বাসের বিরুদ্ধে টানা দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে। বিআরটিএ’র সঙ্গে দ্বিতীয় দিনের এ অভিযানে ১০ মামলায় মোট ৪৩ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। রুট পারমিট না থাকায় রাজধানীতে সুপরিচিত অনেক পরিবহনকেও এই অভিযানে জরিমানা গুনতে হয়েছে।
আজ সোমবার (৪ অক্টোবর) ডিএসসিসি ও বিআরটিএ যৌথভাবে এই অভিযান চালিয়েছে। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাসের এসব তথ্য জানিয়েছেন।
এ বিষয়ে আবু নাসের বলেন, রুট পারমিটবিহীন বাস চিহ্নিত করতে আজ (সোমবার) দ্বিতীয় দিনের মতো অভিযান চালানো হয়েছে রাজধানীতে। এদিন বাহন পরিবহনকে ৫ হাজার টাকা, ভিক্টর ক্লাসিক পরিবহনকে ১০ হাজার টাকা, শিকড় পরিবহনকে ২ হাজার টাকা, মেঘলা পরিবহনকে ২ হাজার টাকা, ফাল্গুনি মধুমতি পরিবহনকে ৫ হাজার টাকা, রূপান্তর পরিবহনকে ৩ হাজার টাকা, মনজিল পরিবহনকে ৪ হাজার টাকা, হিমাচল পরিবহনকে ৮ হাজার টাকা ও ৬ নম্বর পরিবহনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে একটি সিএনজিকেও দুইশ টাকা জরিমানা করা হয়েছে।
সানবিডি/এনজে