মাদারীপুরের কালকিনিতে মনাই হোসেন নামে এক ইউপি সদস্যের (মেম্বার) বসতঘরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই ঘরে থাকা ৫ জন আহত হয়েছেন।
সোমবার (৪ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে উপজেলার সিডিখান ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মনাই হোসেনের বসতঘরে হাতবোমা তৈরি করা হচ্ছিল। এ সময় হঠাৎ একটি বোমা বিস্ফোরিত হয়। এতে করে ঘরটি বিধ্বস্ত হয়ে যায়। এতে পাঁচজন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত ইয়ামিন ব্যাপারী (৪৫) ও সুমন সিকদারকে (৩০) বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রতিবেশী বেলায়েত কবিরাজ বলেন, আমরা বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থলে এসে দেখি রক্ত পড়ে আছে। পাঁচজন আহত হয়েছেন। দুজনকে বরিশাল পাঠানো হয়েছে। বাকিদের বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আসফাক রাসেল বলেন, বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সানবিডি/ এন/আই