ডেঙ্গু জ্বর থেকে সুস্থ হয়ে উঠেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে হাফিজের খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল।
অবশেষে সেই শঙ্কা দূর হলো। আজ থেকে অনুশীলনে ফিরছেন পাকিস্তানের হয়ে ৫৫ টেস্ট, ২১৮ ওয়ানডে ও ১১৩টি টি-টোয়েন্টি খেলা হাফিজ।
ঘরোয়া টি-টোয়েন্টি কাপে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে খেলছেন এই ডান-হাতি ব্যাটার। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর তিনি চলমান জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ থেকে বাদ পড়েছিলেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে আছেন হাফিজ। ট্রেনিং সেশনে ফিটনেস পরীক্ষা দিয়ে দ্রুতই তিনি পাঞ্জাব দলে যোগ দেবেন।
রাওয়ালপিন্ডিতে টিম হোটেলে থাকার সময় প্রথমে ফুড পয়জনিংয়ে অসুস্থ হন হাফিজ। পরবর্তীতে স্বাস্থ্যের অবনতি হওয়ায় লাহোরে ফিরে যান এবং পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর লাহোরে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন হাফিজ। তখনই তার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়।
সানবিডি/ এন/আই