ধর্মের নামে সাধারণ মানুষকে ধোঁকা ও প্রতারনা বন্ধে কথিত রাজারবাগ পীর দিল্লুর রহমানের সব আস্তানা বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি 'পীর' ও তার পৃষ্ঠপোষকতায় 'উলামা আঞ্জুমান বাইয়ি্যনাত' অথবা ভিন্ন কোনো নামে কোনো জঙ্গি সংগঠন আছে কি-না, পীরের প্রতিষ্ঠানগুলোর নামে দেশের বিভিন্ন স্থানে থাকা সম্পদ চিহ্নিত করা এবং তার সব সম্পদের উৎস সম্পর্কে বিশদ তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরিরিজম ইউনিট এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) এই আদেশ বাস্তবায়ন করে আগামী ৬০ দিনের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে হবে।
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের দেওয়া পুর্ণাঙ্গ আদেশে এসব নির্দেশ দেওয়া হয়। রাজারবাগ পীরের দরবার নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের সাতদফা সুপারিশ বিবেচনায় নিয়ে হাইকোর্ট এই আদেশ দেন। গত ১৯ সেপ্টেম্বর হাইকোর্ট এক আদেশে রাজধানীর রাজারবাগ দরবার শরিফ এবং পীর দিল্লুর রহমানের সব সম্পদ ও ব্যাংক হিসাব তদন্ত করতে নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় গত সোমবার বিচারপতিদের স্বাক্ষর শেষে লিখিত আদেশটি প্রকাশ করা হয়।
মঙ্গলবার সংশ্নিষ্ট আইনজীবীদের মাধ্যমে ওই আদেশের অনুলিপে গণমাধ্যমের কাছে পৌছায়। এদিকে ২৩ সেপ্টেম্বর রাজারবাগ দরবার শরীফ ও 'পীর' দিল্লুর রহমানের সব সম্পদ ও ব্যাংক হিসাব তদন্তের বিষয়ে হাইকোর্টের আদেশ বহাল রেখেছিলেন আপিল বিভাগের চেম্বার আদালত।
সানবিডি/এনজে