সেপ্টেম্বরে ৯ কোটি ব্যারেল ছাড়িয়েছে ইরাকের অপরিশোধিত জ্বালানি তেল রফতানি। রফতানি থেকে আয় এসেছে ৬৭১ কোটি ডলার। খবর সিনহুয়া
এ ব্যাপারে মন্ত্রণালয় জানায়, গত মাসে ইরাক ৯ কোটি ২৪ লাখ ২০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করে। প্রতি ব্যারেলের গড় দাম দাঁড়িয়েছে ৭২ ডলার ৬১ সেন্টে। বসরা বন্দর দিয়ে কেন্দ্রীয় এবং দক্ষিণ ইরাক থেকে ৮ কোটি ৯২ লাখ ২০ হাজার ব্যারেল রফতানি করা হয়। তুরস্কের ভূমধ্যসাগরীয় চেহান বন্দর ব্যবহার করে উত্তর ইরাকের কিরকুক প্রদেশ থেকে রফতানি করা হয় ২৯ লাখ ২০ হাজার ব্যারেল। অতিরিক্ত ২ লাখ ৭৫ হাজার ২৭৪ ব্যারেল সরবরাহ করা হয় প্রতিবেশী দেশ জর্ডানে।
এক বিবৃতিতে জ্বালানি মন্ত্রণালয় জানায়, গত মাসে ইরাক প্রতিদিন ৩০ লাখ ৮০ হাজার ব্যারেল করে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করে। ইরাক একসময় প্রতি মাসে ১০ কোটি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করত। রফতানি থেকে বড় ধরনের আয় আসত দেশটির। কিন্তু গত বছর মহামারী দেখা দিলে ওপেক প্লাস অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন হ্রাসের সিদ্ধান্ত নেয়। এ কারণে ইরাকের রফতানি কমতে শুরু করে। তবে ধীরে ধীরে আবারো প্রবৃদ্ধির ধারায় ফিরছে দেশটি।
সানবিডি/এনজে