সাতক্ষীরার ভোমরা শুল্ক স্টেশনে চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) রাজস্ব আহরণ হয়েছে ১৭৫ কোটি ৪৫ লাখ টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে যা ৩১ কোটি ৬৩ লাখ টাকা বেশি। ভোমরা শুল্ক স্টেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
ভোমরা শুল্ক স্টেশনের দেওয়া তথ্যানুযায়ী, চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম তিন মাস পর্যন্ত ভোমরা বন্দরে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ২০৭ কোটি ৮ লাখ টাকা। আর ওই লক্ষ্য সামনে রেখে গেল তিন মাসে রাজস্ব আদায় হয়েছে ১৭৫ কোটি ৪৫ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার বিপরীতে ঘাটতি পড়েছে ৩১ কোটি ৬৩ লাখ টাকা। তবে ২০২০-২১ অর্থবছরের প্রথম তিন মাসের তুলনায় ২০ কোটি ৪৪ লাখ টাকা বেশি রাজস্ব আহরণ হয়েছে।
ভোমরা শুল্ক স্টেশনের জ্যেষ্ঠ রাজস্ব কর্মকর্তা আকবার আলী জানান, ২০২০-২১ অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব আহরণ হয়েছিল ১৫৫ কোটি ১ লাখ টাকা।
ভোমরা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, বন্দরের সক্ষমতা বাড়লে রাজস্ব আহরণ আরো বাড়বে।
সানবিডি/এনজে