ক্লিনফিড সম্পর্কে ভারত আগে থেকেই জানে: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১০-০৬ ১৬:২২:১২

ক্লিনফিড নিয়ে চ্যানেল সম্প্রচার না হলে চ্যানেল বন্ধ করে দেওয়া হবে; এ বিষয়টি ভারত সরকার আগে থেকেই জানে। তাদের অন্যান্য দেশের উদাহরণ দিয়ে জানানো হয়েছে, ক্লিনফিড দিয়ে না চালালে তাদের চ্যানেল বাংলাদেশে বন্ধ হয়ে যাবে। তাই এটা নিয়ে তাদের কোনো সমস্যা নেই।
বুধবার (৬ অক্টোবর) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সঙ্গে সংলাপে এ কথা জানান তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ক্লিনফিড চালুর জন্য ক্যাবল অপারেটরদের কোনো রকম সময় দেওয়া হবে। ক্যাবল অপারেটররা সময় চাইলেও এর পক্ষপাতি নয় সরকার। যারা বিদেশি চ্যানেল ক্লিনফিড দিয়ে চালাচ্ছে তাদেরগুলো এখন চলবে। যাদের ক্লিনফিড নেই তাদেরগুলো চলবে না।
তিনি বলেন, ক্লিনফিড হলে তাদেরগুলোও সম্প্রচার শুরু হবে। এই সিদ্ধান্ত দেশের স্বার্থে। তাই কোনোভাবেই ব্যত্যয় ঘটবে না। কারণ ক্লিনফিডসহ চালানোর জন্য ক্যাবল অপারেটরদের অনেক সময় দেওয়া হয়েছে।
সানবিডি/ এন/আই







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












