উকবা ইবনে আমের (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, দিনের এমন আমল নেই, যার ওপর মোহর এঁটে দেওয়া হয় না। বান্দা যখন অসুস্থ হয় ফেরেশতারা বলে, হে আমাদের প্রতিপালক, আপনার অমুক বান্দাকে আপনি অসুস্থ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তার জন্য তার অনুরূপ আমল লিখতে থাকো যতক্ষণ না সে ভালো হয় অথবা মারা যায়।’ (মুসনাদে আহমদ)
সানবিডি/এনজে