সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে বুধবার ড্রোন হামলা চালানো হয়েছ।তবে বিস্ফোরক ড্রোন দিয়ে চালানো ওই হামলা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে রিয়াদ। ইয়েমেনে সৌদি জোটের ক্রমাগত হামলার ঘটনাকে কেন্দ্র করেই সাম্প্রতিক সময়ে সৌদি বিভিন্ন স্থানে ড্রোন ও রকেট হামলা চালানো হচ্ছে।
এ বিষয়ে সৌদির রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন জানিয়েছে, ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিমানবন্দরের চার কর্মী সামান্য আহত হয়েছেন। ওই ঘটনার পর কিছু সময় বিমানবন্দরের রাস্তা বন্ধ রাখা হয়। তবে এখন আবার সবকিছু স্বাভাবিক আছে বলেই জানানো হয়েছে।
সৌদি আরবের পক্ষ থেকে বলা হচ্ছে, ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে। সৌদি জোটের বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, আবহা বিমানবন্দর বেসামরিক বিমানবন্দর। সেখানে হুথি বিদ্রোহীদের হামলা চালানোর ঘটনা যুদ্ধাপরাধ।
সানবিডি/এনজে