সিরাজগঞ্জে নাশকতার ১২ মামলায় ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খানকে গ্রেফতার দেখিয়েছেন দুটি আদালত।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে তাকে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা ও দায়রা জজ আদালতে হাজির করে পুলিশ। তখন দুটি আদালত ১২টি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে নাশকতার মামলায় রফিকুল ইসলাম খানকে গ্রেফতার করে পুলিশ।
সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রফিকুল ইসলাম খানের ১২টি মামলার বিপরীতে দুটি আদালত এই নির্দেশ দিয়েছেন। তাকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
রফিকুল ইসলাম খানের আইনজীবী আবু তালেব আকন্দ বলেন, সিরাজগঞ্জ ও উল্লাপাড়ায় ১২টি নাশকতার মামলায় রফিকুল ইসলাম খানকে গ্রেফতার দেখানোর পরে তাকে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
সানবিডি/ এন/আই