সৌদির মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত ৩

প্রকাশ: ২০১৬-০১-২৯ ১৭:২৮:৪০


সৌদিসৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল আহসা মসজিদে জুম্মার নামাজের সময় সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৩ জন নিহত হয়েছে। দেশটির আল আরাবিয়া পত্রিকার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টারস এ সংবাদ জানিয়েছে। এলাকাবাসী জানিয়েছেন, হামলার পর মসজিদের ভিতরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

হামলায় পাঁচ সন্ত্রাসী অংশ নিয়েছে বলে জানিয়েছে পুলিশ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। তাৎক্ষনিক ভাবে এই হামলায় জড়িতদের চিহ্নিত করা যায় নি বলে জানিয়েছে পুলিশ।

সানবিডি/ঢাকা/আহো