সনাতন সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশের চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর ভারত-বাংলাদেশের মাঝে আমদানি-রপ্তানির ক্ষেত্রে ৬ দিনের ছুটি ঘোষণা করেছে।
আজ রোববার (১০ অক্টোবর) দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন স্থলবন্দর বন্ধের ঘোষণার বিষয়টি নিশ্চিত করে।
এ বিষয়ে আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন সভাপতি আব্দুল লতিফ তারিন জানান, আগামী ১১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত টানা ৬ দিন সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তেতুলিয়া উপজেলা বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে এবং আগামী ১৭ অক্টোবর সকাল থেকে যথারীতি বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।
সানবিডি/এনজে