রাজারবাগ পীর ও দরবারের বিরুদ্ধে,দুদক সিআইডি ও সিটিটিসিকে তদন্ত করতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চাওয়া আবেদনের ওপর কোনও আদেশ দেননি সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে তাদের বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তদন্ত চলবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
আজ সোমবার (১১ অক্টোবর) হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে পীর দিল্লুর রহমানের করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন।
আদালতে পীরের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জহিরুল ইসলাম মুকুল। রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
সানবিডি/এনজে