সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ ধরার সময় পাঁচ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ৭১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (১১ অক্টোবর) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার সময় নদীতে অভিযান চালিয়ে রাজাপুর উপজেলা থেকে পাঁচ জেলেকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের চারজনকে এক বছর করে কারাদণ্ড ও একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন এ দণ্ড দেন।
সানবিডি/এনজে