সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৪টি কোম্পানির ১৬ কোটি ৩৫ লাখ ৫৬ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৩ কোটি ৩০ লাখ ৫০ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে শাহজিবাজার পাওয়ারের ৩ কোটি ২৭ লাখ ৬০ হাজার টাকার।
এছাড়া, ম্যাকসন স্পিনিংয়ের ১ কোটি ৫৩ লাখ ৯৩ হাজার টাকার, পাওয়ার গ্রীডের ১ কোটি ২৭ লাখ ৩৫ হাজার টাকার, অ্যাডভেন্টের ৯০ লাখ ১ হাজার টাকার, ইস্টার্ন ইন্সুরেন্সের ৮৬ লাখ ২৫ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৫৯ লাখ ৫২ হাজার টাকার, এনসিসি ব্যাংকের ৫০ লাখ ২০ হাজার টাকার, মাটিন স্পিনিংয়ের ৪৫ লাখ ৯০ হাজার টাকার, সালভো কেমিক্যালের ৩৯ লাখ ৮ হাজার টাকার, জিপিএস ফাইন্যান্সের ৩৪ লাখ ২৯ হাজার টাকার, বারাকা পতেঙ্গা পাওয়ারের ৩২ লাখ ৯ হাজার টাকার, বেক্সিমকোর ৩০ লাখ ২২ হাজার টাকার, এসিআইর ২৭ লাখ ৭১ হাজার টাকার, বিবিএস ক্যাবলের ১৯ লাখ ৯১ হাজার টাকার, সামরিটার ১৮ লাখ ৭২ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১৭ লাখ ৮৯ হাজার টাকার, এপেক্স ট্যানারির ১৪ লাখ ৮২ হাজার টাকার, ফর্চুন সুজের ১৪ লাখ ৬২ হাজার টাকার, রানার অটোর ১৩ লাখ ৩০ হাজার টাকার, শাইনপুকুর সিরামিকের ১১ লাখ ৯০ হাজার টাকার, ন্যাশনাল হাউজিংয়ের ১১ লাখ ৮০ হাজার টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ১০ লাখ ১২ হাজার টাকার, এএমসিএল প্রানের ৯ লাখ ১৫ হাজার টাকার, লুব রেফের ৮ লাখ ৭৯ হাজার টাকার, এডিএন টেলিকমের ৬ লাখ ২১ হাজার টাকার, আমান ফিডের ৬ লাখ ৯ হাজার টাকার, সিলভা ফার্মার ৫ লাখ ৯৬ হাজার টাকার, কোহিনুরের ৫ লাখ ৮৫ হাজার টাকার, আরএসআরএম স্টিলের ৫ লাখ ২৫ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ৫ লাখ ২১ হাজার টাকার, রুপালি ইন্স্যুরেন্সের ৫ লাখ ১৩ হাজার টাকার, লঙ্কাবাংলা ফাইন্যান্সের ৫ লাখ ১১ হাজার টাকার, ই-জেনারেশনের ৫ লাখ ২ হাজার টাকার টাকার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস