ব্যাংকে টাকা রাখলে সুদ গুণতে হবে গ্রাহককে

প্রকাশ: ২০১৬-০১-২৯ ১৮:২৪:২৭


yenজাপানে ব্যাংকে টাকা গচ্ছিত রাখলে গ্রাহকদের এখন আর সুদ দেওয়া হবে না। উল্টো গ্রাহকদেরই সুদ গুণতে হবে। আজ শুক্রবার চলতি বছরের প্রথম পর্যালোচনা বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে জাপানের কেন্দ্রীয় ব্যাংক।

বিবিসি এক খবরে বলা হয়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী কেউ ব্যাংকে টাকা গচ্ছিত রাখলে এখন থেকে তা ০.১ শতাংশ হারে কমতে থাকবে। খবরে বলা,  ভবিষ্যতের কথা মাথায় রেখে বিনিয়োগের পরিবর্তে ব্যাংকে টাকা গচ্ছিত রাখেন জাপানিরা। এ প্রবণতা দিনে দিনে দেশটির নাগরিকদের মধ্যে বাড়ছে। ফলে বিভিন্ন খাতে বিনিয়োগের পরিমাণ কমে যাচ্ছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে।ধস নামছে প্রবৃদ্ধিতে।

এক পরিসংখ্যানে দেখা গেছে, জাপানে গত ডিসেম্বরে নভেম্বরের চেয়ে শিল্প কারখানার উৎপাদন ১.৪ শতাংশ কমেছে। তাই অর্থনৈতিক অবস্থা চাঙ্গা করতে বিনিয়োগে জনগণকে আকৃষ্ট করার জন্য এ সিদ্ধান্ত নিল জাপানের কেন্দ্রীয় ব্যাংক। তবে অনেকেই এ উদ্যোগ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকে নেতিবাচক সুদ থাকলেও তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপান এই প্রথমবারের মতো এমন পদ্ধতি চালু করতে যাচ্ছে। বলা হচ্ছে, এর ফলে গ্রাহকরা ব্যাংকে টাকা গচ্ছিত না রেখে বিভিন্ন খাতে বিনিয়োগ করতে উৎসাহিত হবে। এতে দেশের উৎপাদন বাড়বে। ফলে অর্থনৈতিক অবস্থাও তরান্বিত হবে। এমনকি, ব্যাংক থেকে গ্রাহকরাও ঋণ নিতেও উৎসাহিত হবে।

সানবিডি/ঢাকা/আহো