লেবাননের জাহরানিতে একটি তেলের ট্যাংকে আগুন লাগার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ভয়ানক বিস্ফোরণের মতো বিকট শব্দ শোনা যায় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
আজ সোমবার (১১ অক্টোবর) দেশটির জ্বালানি মন্ত্রী ওয়ালিদ ফায়াদ এ তথ্য নিশ্চিত করেছেন। ।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এ বিষয়ে লেবানন সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, আমরা ঘটনাস্থলের আশেপাশের বাসিন্দাদের সরিয়ে নিয়েছি। অন্য ট্যাংকে যেন আগুন ছড়িয়ে না পড়ে সেই চেষ্টাও করা হচ্ছে।
উল্লেখ্য, বর্তমানে তীব্র জ্বালানি সংকটের মধ্যে যাচ্ছে লেবানন। গত সেপ্টেম্বরে ইরাক থেকে ১৬ হাজার টন তেল এনে জাহরানিতে রাখা হয়েছিল। এরই মধ্যে এই দুর্ঘটনা ঘটল।
সানবিডি/এনজে