২০২০-২১ অর্থবছরে উপ-সচিব থেকে সচিব পর্যন্ত ৯১৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। এ সময়ে ৯৯ জন কর্মকর্তাকে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন ২০২০-২০২১ থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৯১৮ জন কর্মকর্তার মধ্যে অতিরিক্ত সচিব থেকে সচিব হয়েছেন ৩৩ জন। গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন ১৬ জন।
এছাড়া যুগ্মসচিব থেকে অতিরিক্ত সচিব হয়েছেন ১২৭ জন, উপ-সচিব থেকে যুগ্মসচিব হয়েছেন ১৬১ জন, সিনিয়র সহকারী সচিব থেকে উপ-সচিব হয়েছেন ৫৮১ জন।
এএ