

গ্রুপ পর্বে কঠিন প্রতিপক্ষকে সহজেই হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এবার তাদের সামনে প্রতিপক্ষ স্কটল্যান্ড ও নামিবিয়া। দুল দুটিকে তুলনামূলক সহজ ভাবা হলেও প্রতিপক্ষ হিসেবে তাদের ব্যাপারে সতর্ক বাংলাদেশ।
বিশেষ করে, নিউজিল্যান্ডের বিপক্ষে নেপালের জয়ে আরও বেশি সতর্ক বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কোনও দলকেই আর হালকা করে না নেওয়ার কথা জানিয়েছেন স্বাগতিকদের ওপেনার পিনাক ঘোষ।
শুক্রবার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন শেষে পিনাক ঘোষ জানিয়েছেন, প্রতিটি ম্যাচকেই বড় ম্যাচ ভাবছে বাংলাদেশ দল।
“গতকালই দেখেছি নিউজিল্যান্ডকে হারিয়েছে নেপাল। কোনও দলকেই তাই ছোট করে দেখার সুযোগ নেই। আমরা প্রতিটি ম্যাচ ধরে ভাবছি। স্কটল্যান্ড-নামিবিয়াকেও সমান গুরুত্ব দেব আমরা।”
প্রতিপক্ষকে সম্মান করলেও নিজেদের সামর্থ্যে প্রবল আস্থা পিনাকের। বাঁহাতি এই ওপেনারের বিশ্বাস, নিজেদের সেরাটা খেলতে পারলে কোনও দলই থামাতে পারবে না বাংলাদেশকে।
“আমরা যদি নিজেদের মত খেলতে পারি, তাহলে কোনও দলই আহামরি কিছু নয়। ভারত ও পাকিস্তানের দল ভাল, তবে হারানো অসম্ভব নয়। আমরা আমাদের মত খেলতে পারলে কোনও দলই কঠিন প্রতিপক্ষ হবে না।”
রবিবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড।
সানবিডি/ঢাকা/রাআ