ইরান পারস্য উপসাগরে কোন ধরনের নিরাপত্তাহীনতা সহ্য করবে না বলেছেন দেশটির ইসলামি রেভুলেশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি। তিনি বলেন মার্কিনিরা, যারা সবসময় নিরাপত্তাহীনতা নিয়ে আসে, তাদের এ অঞ্চলে কোনো জায়গা নেই।
মঙ্গলবার আইআরজিসির নৌ শাখার প্রধান এ কথা বলেন। খবর তাসনিম নিউজ এজেন্সির।
এ সময় আলী রেজা তাংসিরি বলেন, আইআরজিসি পারস্য উপসাগরের কৌশলগত অঞ্চলে কোনো ধরনের নিরাপত্তাহীনতা বা সংঘর্ষ সহ্য করবে না।
‘পারস্য উপসাগর অঞ্চলে আমাদের এবং আমাদের প্রতিবেশী দেশগুলোর বাসস্থান’, যোগ করেন ইরানি এ কমান্ডার।
আলী রেজা তাংসিরি বলেন, পারস্য উপসাগরে মার্কিনিদের কোনো জায়গা নেই। এর কারণ হচ্ছে—তারা যেখানেই গেছে, সেখানে নিরাপত্তাহীনতা সঙ্গে করে নিয়ে গেছে।
সানবিডি/এনজে