জলবায়ু খাতে এডিবির ১০০ বিলিয়ন ডলার
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১৩ ২১:০৭:৫৯

জলবায়ুর বিরুপ পরিবর্তন মোকাবিলায় আগামী ২০৩০ সাল পর্যন্ত নিজস্ব সম্পদ থেকে অর্থায়ন ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। আজ বুধবার (১৩ অক্টোবর) সংস্থাটির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জয়ী বা হেরে যাবে। সেটি চিন্তার বিষয়। জলবায়ু সংকট দিন দিন খারাপ হচ্ছে। এজন্য অনেককে জলবায়ু অর্থায়নের জন্য আহ্বান জানানো হচ্ছে। সেই আহ্বানে সাড়া দিয়ে আমরা ২০৩০ সালের মধ্যে আমাদের নিজস্ব সম্পদ থেকে জলবায়ু অর্থায়ন ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করব।’
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













