পদ্মায় তীব্র স্রোতের কারণে শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে বন্ধের চারদিন পর পরীক্ষামূলকভাবে আবারো শুরু হয়েছে ফেরি চলাচল।
আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে ৩ নম্বর রোরো ফেরিঘাট থেকে ‘কুঞ্জলতা’ নামে একটি ফেরি ৩৪টি যানবাহন ও পর্যবেক্ষক দলসহ বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। ফেরিটি সঠিক ভাবে ঘাটে পৌঁছে আবার নির্বিঘ্নে শিমুলিয়া ঘাটে পৌঁছাতে পারলে স্বাভাবিক হবে ফেরি চলাচল।
ফেরি চলাচল স্বাভাবিক ভাবে শুরু হতে পারে বলে জানিয়েছে বিআইডাব্লিউটিসি সংশ্লিষ্টরা।
সানবিডি/এনজে