মর্যাদার মোস্তফা পুরস্কার ২০২১ পেয়েছেন এক বাংলাদেশিসহ পাঁচ মুসলিম বিজ্ঞানী।
২০১৫ সালে ইসলামি বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারের জন্য এ পুরস্কার চালু করা হয়।
এ তথ্য জানিয়েছে ইরানের গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি ।
মোস্তফা পুরস্কার পাওয়া বাংলাদেশি বিজ্ঞানী হচ্ছেন— প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাহিদ হাসান। তার কাজ ‘ওয়েল ফার্মিয়ন সেমিমেটাল’-এর জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়।
চার ক্যাটাগরিতে দেওয়া হয় মোস্তফা পুরস্কার। এগুলো হলো— তথ্য এবং যোগাযোগ বিজ্ঞান ও প্রযুক্তি; জীবন এবং চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তি; ন্যানোসায়েন্স ও ন্যানো টেকনোলজি এবং বিজ্ঞান ও প্রযুক্তির সব ক্ষেত্র।
এই পুরস্কার বিজয়ীরা ১০ লাখ মার্কিন ডলার করে পাবেন। তাদের ২১ অক্টোবর পুরস্কার দেওয়ার কথা রয়েছে।
পুরস্কার পাওয়া বাকি চারজন হলেন— হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরান ওয়াফা, লেবাননের মুহাম্মদ এইচ সায়েগ, মোহাম্মদ ইকবাল চৌধুরী ও ইয়াহইয়া তায়ালাতি।
সানবিডি/এনজে