জরুরি সংস্কার কাজের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ভবেরচর-গজারিয়া-মুন্সীগঞ্জ সড়কের রসুলপুর ফেরিঘাটের ফুলদী নদীতে যানবাহন ও যাত্রী পারাপার বন্ধ থাকবে।
এ সময় এ পথে চলাচলকারী পরিবহণ ও যাত্রীদের বিকল্প রাস্তা হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর পূর্ব প্রান্তের জামালদী-হোসেনদী (এসডি খান) সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মেহেদী ইকবাল জানান, শুক্রবার দিনভর পন্টুন ও গ্যাং অ্যাপ্রোচ মেরামত কাজের জন্য রসুলপুর ফেরিঘাট বন্ধ থাকবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শুক্রবার ফেরিঘাটের গ্যাংওয়ের পুরাতন পল্টুন সরিয়ে নতুন পল্টুন সংযোজন কাজের জন্য সকাল থেকে রাত পর্যন্ত রসুলপুর ফেরিঘাটে যানবাহন পারাপার বন্ধ থাকবে। এ সময় সবাইকে বিকল্প রাস্তা হিসেবে জামালদী-হোসেনদী সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে নারায়ণগঞ্জ সড়ক বিভাগ।
শুক্রবার রাত ৮টার পর থেকে ফেরি চলাচল স্বাভাবিক হতে পারে বলেও আশাবদ ব্যক্ত করেছে সূত্রটি।
এএ