ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১২ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ১ কোটি ১০ লাখ ৩৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২২ লাখ ৭ হাজার ৬০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইউনিক হোটেলের দর কমেছে ১১ দশমিক ৪৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১২ কোটি ৩ লাখ ৭৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৪০ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা এনভয় টেক্সটাইলের দর কমেছে ১১ দশমিক ২৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১২ কোটি ৮৫ লাখ ৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৫৭ লাখ ৮০০ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এইচআর টেক্সটাইলের ১০.৬২ শতাংশ, সিলভা ফার্মার ১০.৫৮ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১০.২৬ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৯.৬০ শতাংশ, একটিভ ফাইনের ৯.৩৫ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৯.৩৪ শতাংশ এবং সিলকো ফার্মার শেয়ার দর ৯.২৩ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস