বৈশ্বিক বাজারে বেড়েছে অপরিশোধিত চিনির দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-১৭ ১৪:০০:৪৮


বৈশ্বিক বাজারে বেড়েছে অপরিশোধিত চিনির ভবিষ্যৎ সরবরাহ মূল্য।দুই সপ্তাহের সর্বনিম্নে নামার পর মূল্যবৃদ্ধির এ ঘটনা ঘটে। মূলত অর্থনৈতিক বাজার সম্প্রসারণ ও বৈশ্বিক জলবায়ুসংক্রান্ত উদ্বেগ মূল্যবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার।

গত শুক্রবার ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) আগামী বছরের মার্চে সরবরাহের জন্য লেনদেন হওয়া অপরিশোধিত চিনির দাম দশমিক ৯ শতাংশ বেড়েছে। প্রতি পাউন্ড চিনির দাম দাঁড়িয়েছে ১৯ ডলার ৭৭ সেন্টে। এর আগের অধিবেশনে প্রতি পাউন্ডের দাম ছিল ১৯ ডলার ৪৮ সেন্ট, যা দুই সপ্তাহের সর্বনিম্ন।

এ বিষয়ে জলবায়ু পূর্বাভাস কেন্দ্রের প্রতিবেদনের বরাত দিয়ে এক ডিলার জানান, লা নিনা পরিস্থিতির উন্নতি হয়েছে। শীতজুড়েই এ অবস্থা বহাল থাকবে। ফলে উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়বে। আরো বাড়তে পারে বাজারদর।

সানবিডি/এনজে