কর্মসংস্থান ব্যাংক, আঞ্চলিক কার্যালয় গোপালগঞ্জ ও ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক, অঞ্চলাধীন ১৯ টি শাখার ব্যবস্থাপক ও মাঠকর্মীদের অংশগ্রহণে ব্যবসায়িক পর্যালোচনা সভা-২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) গোপালগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: আব্দুল মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপব্যবস্থাপনা পরিচালক শেখ মো: জামিনুর রহমান এবং সম্মানীয় অতিথি হিসেবে মহাব্যবস্থাপক জনাব গৌতম সাহা ও উপমহাব্যবস্থাপক জনাব মো: মতিয়ার রহমান উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জনাব মোঃ আমিরুল ইসলাম।
ব্যবসায়িক পর্যালোচনা সভায় ব্যবস্থাপনা পরিচালক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকীতে দেশের প্রশিক্ষিত বেকার যুবদের আত্নকর্মসংস্থান সৃজনের লক্ষ্যে কর্মসংস্থান ব্যাংক প্রবর্তিত বঙ্গবন্ধু যুব ঋণ বিতরণের বিষয়ে বিশেষ গুরত্ব আরোপ করেন।
সভায় ব্যাংকের সার্বিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়। বিজ্ঞপ্তি
এএ