আসছে সিক্যুয়ালে ‘3 idiots’

প্রকাশ: ২০১৬-০১-৩০ ১২:৫৪:৪৬


idiotsঠিক যেন হলিউডি সিরিজ।  যখন র‍্যাঞ্চোকে ভুলে ভাইজান আর পিকে বুঁদ সিনেপ্রমীরা। ঠিক তখনই র‍্যাঞ্চোর খবর নিয়ে হাজির হিরানি। “খুব শীঘ্রই শুরু হতে চলেছে ‘থ্রি ইডিয়ট’-এর শুটিং” সংবাদ মাধ্যমকে জানালেন পরিচালক। আসলে একেই বলে ‘ভুলিতে চাইলেও ভুলিতে বা দিব’।

‘রং দে বাসন্তী’-এর দশ বছর পূর্তি উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে ‘থ্রি ইডিয়ট’ সিক্যুয়ালের ইঙ্গিত দিলেন রাজু। সেই সঙ্গে আমির জানালেন, “ আবার তাকে ওজন কম করতে হবে। তাও এক দুই কিলো নয়। ২৫ কিলো’। কুস্তিবিদ ফোগটের চরিত্রে অভিনয় করার জন্য এখন ৮০ কিলো আমির। আর এই চেহারা কলেজবয়ের চরিত্রে বেমানান। তাই এবার ওয়েট লস্ট। আর এই ব্যাপারে আমির যে মাস্টার তাতে সন্দেহ নেই।

২০০৯ সালের ব্লকবাস্টর হিট ‘থ্রি ইডিয়ট’। যা ভেঙে দিয়েছিল বক্স আফিসের সব রেকর্ড। অভিনেতা আমির খান তো বটেই মাধবন, শরমন, বোমান, করিনা সবার কাছে এই ছবি একটি মাইলস্টোন। তবে শুনে যা মনে হচ্ছে, সিক্যুয়ালে আমির আছে কিন্তু বাকিরা? সময় বলবে কথা।