চমক দিয়ে বিশ্ব আসরে নাম তুলেছে পাপুয়া নিউগিনি। বিশ্বকাপ বাছাইপর্বে কোটি টিভি দর্শকের সামনে চমক দেওয়ার প্রত্যাশা নিয়ে ওমানের বিপক্ষে মাঠে নেমেছিলো আসাদ ভালারা। কিন্তু বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা সম্পন্ন স্বাগতিক ওমানের বিপক্ষে পাত্তাই পেলো না তাঁরা। বিশ্বকাপ যাত্রা শুরু করলো ১০ উইকেটের বিশাল হারে।
বিশ্বকাপের মতো বড় আসরে প্রথমবার সুযোগ পেয়ে ৯ উইকেটে ১২৯ রান করতে সক্ষম হয় পিএনজি। সহজ টার্গেট তাড়া করতে নেমে ওমানের দুই ওপেনার আকিব ইলিয়াস ও জতিন্দর সিং ১৩.৪ ওভারে ১৩১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। দলের জয়ে ৪২ বলে সাত চার ও ৪টি ছক্কায় অপরাজিত ৭৩ রান করেন জতিন্দর সিং। ৪৩ বল খেলে ৫টি চার ও এক ছক্কায় ৫০ রান করেন আরেক ওপেনার আকিব ইলিয়াস।
রোববার ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক দলের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমেই শূন্যরানে দুই ওপেনারের উইকেট হারায় পিএনজি। তৃতীয় উইকেটে তাদের ৮১ রানের জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি।
২ উইকেটে ৮১ রান করা দলটি এরপর চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায়। শেষদিকে মাত্র ৪৮ রানের ব্যবধানে পিএনজি হারায় ৭ উইকেট।
পিএনজির হয়ে ৪৩ বলে চারটি চার ও ৩টি ছক্কায় সর্বোচ্চ ৫৬ রান করেন অধিনায়ক আসাদ ভালা। ২৬ বলে চারটি চার ও এক ছক্কায় ৩৭ রান করে ফেরেন আমিনি।
আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করতে না পারায় ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৯ রানে ইনিংস গুটায় পিএনজি।
ওমানের হয়ে ২০ রানে ৪ উইকেট নেন জিসান মাকসুদ। বিলাল খান ও খালিমুল্লাহ দুটি করে উইকেট ভাগাভাগি করেন।
সংক্ষিপ্ত স্কোর
পাপুয়া নিউগিনি: ২০ ওভারে ১২৯/৯ (আসাদ ভালা ৫৬, আমিনি ৩৭; জিসান মাকসুদ ৪/২০)।
ওমান: ১৩.৪ ওভারে ১৩১/০ (জতন্দির সিং ৭৩*, আকিব ইলিয়াস ৫০*)।
ফল: ওমান ১০ উইকেটে জয়ী।
এএ