উত্তর আমেরিকার পর জার্মানিতে অমিতাভ রেজা চৌধুরীর ‘রিকশা গার্ল’-এর তৃতীয় আন্তর্জাতিক সফর হয়। সেখানকার ২৬তম শ্লিঙ্গেল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেয় সিনেমাটি। এমনকি উৎসবের সর্বোচ্চ পদক এসএলএম অর্জন করে।
এই উৎসবটি ১৯৯৬ সাল থেকে শিশু-কিশোরদের জন্য নির্মিত সিনেমা থেকে বাছাই করে বিভিন্ন বিভাগে মনোনয়ন দিয়ে থাকে। যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক শ্রেণিতে ভাগ করা হয়েছে।
এবারের আয়োজনে ৭৭টি ফিচার ফিল্ম এবং ১১৬টিরও বেশি শর্ট ফিল্ম বিভিন্ন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে। আর এর মধ্য থকে পেশাদার বিচারকমণ্ডলী কর্তৃক নির্বাচিত আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ‘রিকশা গার্ল’ সর্বোচ্চ পুরস্কার পায়।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত ‘রিকশা গার্ল’-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। তার মায়ের ভূমিকায় রয়েছেন মোমেনা চৌধুরী। এ ছাড়াও অভিনয় করেছেন চম্পা, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র।
উল্লেখ্য, এ বছর উত্তর আমেরিকার মিল ভ্যালি চলচ্চিত্র উৎসবে দেখানো হয় ‘রিকশা গার্ল’। এ কারণে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন অমিতাভ রেজা।
সানবিডি/এনজে