আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সদস্য হিসেবে কাজে যোগ দিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত বিচারপতি কে এম হাফিজুল আলম। রোববার প্রথম কর্মদিবসে বিচারিক দায়িত্ব পালন করেন তিনি। ফলে ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়ে বিচারিক কার্যক্রম শুরু হলো।
এ বিষয়ে জানা গেছে, বিচারপতি কে এম হাফিজুল আলম আজ রোববার সকালে স্ত্রীসহ ট্রাইব্যুনালে আসেন। ট্রাইব্যুনালের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় ট্রাইব্যুনালের রেজিষ্ট্রার (সিনিয়র জেলা ও দায়রা জজ) সাঈদ আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে তিনি ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও অপর সদস্য বিচারপতি আবু আহমেদ জমাদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর চেয়ারম্যানের নেতৃত্বে তিন সদস্যর বেঞ্চে বিচারকাজ শুরু হয়।
এদিন ট্রাইব্যুনালে বিচারাধীন বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা, শুনানির তারিখ নির্ধারণসহ ১৮টি আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। দীর্ঘদিন বন্ধ থাকার পর ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম ফের শুরু হলো।
সানবিডি/এনজে