লড়াই করে হারল বাংলাদেশ
প্রকাশ: ২০১৫-১০-০৫ ১০:১৭:০৯
রুমানা আহমেদের দ্বিতীয় অর্ধশতকের পরও পাকিস্তানে প্রথম ওয়ানডেতে হেরে গেছে বাংলাদেশের মহিলা ক্রিকেট দল। করাচির সাউথএন্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান নারী দল নির্ধারিত ৫০ ওভারে সংগ্রহ করে করা ২১৪ রান। জবাবে বাংলাদেশ নারী দল ৯ উইকেটের বিনিময় ১৯৪ রান করতে সমর্থ্য হয়। ফলে ২০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।
বাংলাদেশ নারী দলের হয়ে রুমানা হক ৯৭ বলে ৭০ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জেতানোর চেষ্টা করেছিলেন। তবে দলের অন্যান্য খেলোয়ারদের ব্যর্থতায় জয়লাভ করা তা সম্ভব হয়নি। এছাড়া ফারজানা হক ২৬, শামিমা সুলতানা ২৪, জাহানারা আলম ২৩ রানের ইনিংস খেলেন।
পাকিস্তানের আনাম আমিন ২৫ রানে নেন ৩ উইকেট।
এর আগে স্বাগিতকদের শুরুটা অবশ্য খুব একটা ভালো ছিল না। ৩৮ রানের মধ্যে ইনিংস উদ্বোধন করা সিদরা আমিন ও জাভেরিয়া খানকে হারায় তারা। জাভেরিয়া আউট হন ২১ রান করে। আর সিদরা করেন ১২ রান।
টি-টোয়েন্টি সিরিজে দারুণ ব্যাটিং করা বিসমাহ মারুফের অসাধারণ এক ইনিংসে দুইশ’ পার হয় পাকিস্তানের সংগ্রহ। দলকে ভালো সংগ্রহ এনে দিলেও মাত্র ৮ রানের জন্য শতক না পাওয়ার হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় বিসমাহকে। লতা মণ্ডলের বলে ফাহিমা খাতুনের হাতে ক্যাচ দেওয়ার আগে ১২৮ বলে খেলা ৯২ রানের ইনিংসটি ৮টি চারে সাজান তিনি।
বাংলাদেশের পক্ষে ১০ ওভারে ৩১ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন সালমা। একটি করে উইকেট নেন খাদিজা তুল কুবরা, লতা, নাহিদা আক্তার ও ফাহিমা।
এর আগে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে হারে বাংলাদেশের মেয়েরা।
করাচিতেই সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডেটি হবে আগামী মঙ্গলবার।