দেশের পর্যটন সেক্টরে সব ধরনের শিশুশ্রম বন্ধ করা হবে বলেছেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের (বাপক) চেয়ারম্যান মো. হান্নান মিয়া। তিনি বলেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলগুলোতে শিশু পর্যটকদের জন্য বিশেষ উপহার প্রদান করা হবে।’
আজ সোমবার শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে একথা বলেন তিনি ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শেখ রাসেল দিবসে আমরা অঙ্গীকার করছি বাংলাদেশ পর্যটন আকর্ষণগুলোতে শিশুবান্ধব অবকাঠামো স্থাপন এবং পরিষেবা সুনিশ্চিতকরণে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হবে। আমাদের পর্যটন উন্নয়ন পরিকল্পনায় শিশু পর্যটকদের জন্য বিশেষ গুরুত্ব দিয়ে প্রকল্প গ্রহণ করা হবে।’
সানবিডি/এনজে