পুঁজিবাজারে আইপিও ছাড়তে সেবির অনুমোদন চায় বিএসই
প্রকাশ: ২০১৬-০১-৩০ ১৫:৩০:৩৫

শেয়ারবাজারে এবার খোদ তালিকাভুক্তি হতে প্রস্তুতি নিচ্ছে ভারতের অন্যতম পুঁজিবাজার বোম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)। প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছেড়ে বাজার থেকে অর্থ তুলতে আগ্রহী প্রতিষ্ঠানটি। এজন্য দেশটির পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির অনুমোদন চেয়েছে এই এক্সচেঞ্জ।
ইকোনমিক টাইমসসহ সম্প্রতি ভারতের একাধিক সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে। খবরে বলা হয়, পুঁজিবাজারে তালিকাভুক্তি হতে দীর্ঘদিন ধরে চেষ্টা করছে বোম্বে স্টক এক্সচেঞ্জ। এজন্য ২০১৩ সালে সেবির কাছে আবেদন জমা দেয় কোম্পানিটি। আইপিও ছাড়ার অনুমতি চেয়ে সেবিকে আবারও অনুরোধ জানিয়েছে বিএসই।
নতুন আবেদনে তারা এসইসিসি (স্টক এক্সচেঞ্জেস অ্যান্ডক্লিয়ারিং কর্পোরেশনস) নিয়ম মেনে চলছে বলে জানানো হয়েছে। আর সে কারণেই তারা পরিকল্পনা মতো বাজারে আইপিও ছাড়তে পারে।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













