ভারত অধিকৃত অস্থিতিশীল কাশ্মিরে বড়র ধরনের বিনিয়োগ করবে দুবাই। এরইমধ্যে কাশ্মিরের কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে দুবাইয়ের কর্তৃপক্ষ। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল।
তিনি জানান, কাশ্মিরে শিল্প খাত এবং বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ বিকাশের লক্ষ্যে এই স্মারক স্বাক্ষরিত হয়েছে। এরইমধ্যে দুবাইয়ের বিভিন্ন সংস্থা অঞ্চলটিতে বিনিয়োগের ব্যপারে গভীর আগ্রহ দেখিয়েছে।
এই বিবৃতিতে বলা হয়, কাশ্মির যে গতিতে উন্নয়নের পথে হাঁটছে, আন্তর্জাতিক সম্প্রদায় তার স্বীকৃতি দিতে শুরু করেছে।
পীযূষ গয়াল বলেন, এটি একটি মাইলফলক। এর ধারবাহিকতায় ভবিষ্যতে পুরো দুনিয়া থেকে বিনিয়োগ আসবে।
দুবাইয়ের সঙ্গে এই সমঝোতা স্মারক অঞ্চলটির উন্নয়নে প্রথম কোনও বিদেশি বিনিয়োগ চুক্তি। এর আওতায় কাশ্মিরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, আইটি টাওয়ার, মাল্টিপারপাস টাওয়ার, লজিস্টিক সেন্টার, একটি মেডিক্যাল কলেজ ও একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করবে দুবাই।
সানবিডি/এনজে