সম্প্রতি দেশের বিভন্ন পূজামন্ডপে ন্যাক্কারজনক ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সরকার।এর পাশাপাশি মিডিয়াতে তথ্যপূর্ণ রিপোর্ট করার আশা প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশের জনগণ উৎসবের সঙ্গে যখন দুর্গাপূজা উদযাপন করেছিল, তখন বিভিন্ন মন্দিরে হামলা ও ভাঙচুরের খবর প্রকাশিত হয়েছে। হিন্দু সম্প্রদায় ও অন্য ধর্মাবলম্বীদের প্রতিক্রিয়া আমলে নিয়েছে সরকার। তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে ২২টি জেলার বেসামরিক প্রশাসনকে সাহায্য করার জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে।
এতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশে দোষীদের বিচারের আওতায় আনার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। তিনি সবাইকে সংযত আচরণের আহ্বান জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই পরিস্থিতিতে রাষ্ট্রীয় সংস্থা ও দেশের ভাবমূর্তি রক্ষার জন্য সবাইকে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার আহ্বান জানিয়েছে সরকার। এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য সরকার বদ্ধপরিকর। সরকার আশা করে, এ ধরনের জটিলতা ও ভুল বোজাবুজি এড়িয়ে যাওয়া সম্ভব, যদি মিডিয়াতে তথ্যনির্ভর খবর আসে।
সানবিডি/এনজে