সক্ষমতা বাড়াতে বন্ড ইস্যু করতে পারবে ব্রোকার-মার্চেন্ট ব্যাংক

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-১০-১৯ ২০:২৪:৪৮


সক্ষমতা বাড়াতে বন্ড ইস্যুতে করতে পারবে ব্রোকার-মার্চেন্ট ব্যাংকররা। পুঁজিবাজারে গত এক সপ্তাহের সূচকের পতন ঠেকাতে স্টেইকহোল্ডার করণীয় নির্ধারণে বৈঠকের আয়োজন করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বেলা সাড়ে ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে স্টেকহোল্ডারদের সঙ্গে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএসইসি কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ। আরও উপস্থিত ছিলেন, বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান, মোহাম্মদ রেজাউল করিম, বিএমবিএ সভাপতি মো. ছায়েদুর রহমান,ডিবিএ সভাপতি শরীফ আনোয়ারসহ শীর্ষ ব্রোকারেজ হাউজের প্রতিনিধিরা।

বিএমবিএ সভাপতি মো. ছায়েদুর রহমান সানবিডিকে বলেন, পুঁজিবাজারের ইন্ডারমিডিয়ারিসগুলোর সক্ষমতা বাড়াতে বিএসইসির কাছে বন্ড ইস্যু করার জন্য অনুমতি চেয়েছি। বিএসইসি বিষয়টি ইতিবাঁচকভাবে বিবেচনা করবে বলে জানান তিনি।

তিনি বলেন, পুঁজিবাজারের উন্নয়নে বিএসইসি সব ধরণের সহযোগিতা করবে।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সানবিডিকে বলেন, তারল্য সংকট দূর করার জন্য কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তারমধ্যে বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলো যদি বন্ড ইস্যু করতে চায়, তাহলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে পুঁজিবাজারের উন্নয়নে কিভাবে কাজে লাগানো যায়, সেই বিষয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োকারীদের জন্য গঠিত ৯০০ কোটি টাকার বিশেষ তহবিলের ফান্ডের মেয়াদ আরও ৫ বছর বাড়ানো হয়েছে। এখান থেকে ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকাররা ঋণ নিতে পারবে।

পুঁজিবাজারের গত কয়েকদিনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১১ অক্টোবর থেকে পুঁজিবাজারে টানা পরপতন চলছে। ওই দিন লেনদেনের শুরুতে ডিএসইএক্সের অবস্থান ছিল ৭ হাজার ৩৬৭ দশমিক ৯৯ পয়েন্ট। মঙ্গলবার (১৯ অক্টোবর) তা কমে দাঁড়িয়েছে ৭ হাজার ২০ পয়েন্টে। সাত কার্যদিবসে সূচক কমেছে ৩৪৭ পয়েন্ট।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর