চীনের সিনোফার্মের আরও ৫৫ লাখ ডোজ টিকা দেশে আসবে। আগামী বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত ১১টায় এ টিকা আসার কথা রয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গতকাল সোমবার (১৮ অক্টোবর) রাত ১১টায় সিনোফার্মের ১০ লাখ ডোজ এবং রাত ১২টায় নেদারল্যান্ডস থেকে অ্যাস্ট্রাজেনেকার আরও ১০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সিনোফার্মের আরও ৫৫ লাখ টিকা দেশে এসে পৌঁছাবে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এএ