

২০১৫ সালে চাল রপ্তানিতে থাইল্যান্ডকে টপকে শীর্ষে উঠেছে ভারত। আলোচিত সময়ে দেশটি ১০ দশমিক ২৩ মিলিয়ন টন চাল রপ্তানি করেছে। সম্প্রতি থাইল্যান্ডের চাল রপ্তানিকারকদের একটি সংগঠন এ তথ্য জানিয়েছে।
সংগঠনটির চেয়ারম্যান চারোইন লোদামেটস জানান, ২০১৫ সালে থাইল্যান্ড ৯.৮ মিলিয়ন টন চাল রপ্তানি করেছে; যা এর আগের বছর থেকে ১০.৮ শতাংশ কম। এজন্য তিনি বিশ্বব্যাপী অর্থনৈতিক অবস্থাকে দায়ী করেন। তিনি বলেন, বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় এর নেতিবাচক প্রভাব পড়েছে তাদের চাল রপ্তানিতে।
দেশটির জাতীয় নিউজ ব্যুরোর তথ্য অনুযায়ী, চাল রপ্তানিতে ভারতকে পেছনে রেখে এর আগের বছর পার করেছিল থাইল্যান্ড। এসময় ভিয়েতনাম ছিল তৃতীয়। আর আমদানিকারক দেশগুলোর মধ্য চীন ছিল এক নম্বরে।
থাইল্যান্ডের পক্ষ থেকে বলা হয়, ২০১৫ সালে তাদের স্থান ছিনিয়ে নিয়েছে ভারত। তবে খুব শিগগির তাদের স্থানে ফিরতে চায় দেশটি। বাণিজ্যমন্ত্রী বলেছেন, চাল রপ্তানি বাড়াতে এবং এ বাজারকে আরও চাঙ্গা করতে থাইল্যান্ড এখন সংগ্রাম করে যাচ্ছে।
সানবিডি/ঢাকা/আহো