সৌদিতে ১০ দিনে প্রবাসীদের ২৪ মামলার নিষ্পত্তি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-২০ ১৬:৩৯:৪০


সৌদি আরবের শ্রম আদালতে ১০ দিনে প্রবাসীদের ২৪টি মামলার নিষ্পত্তি হয়েছে।৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত মোট ৩২টি মামলার শুনানি হয়।  জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এই বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময়ে ১২৩ জন নারী গৃহকর্মীর বিভিন্ন সমস্যার সমাধান করা হয়েছে

এ ছাড়া ৩৫৪টি মরদেহ নিয়ে কাজ করেছে কনস্যুলেট। তারমধ্যে ২২৮টি মরদেহ স্থানীয়ভাবে দাফন করা হয়েছে। দেশে ফেরত পাঠানো হয়েছে ১২৬টি মরদেহ।

সৌদি ডিপোর্টেশন সেন্টারে আইনি সহায়তা করাহয়েছে ৩৮৭৪ জনকে। বিভিন্ন সমস্যা নিয়ে ফোন করেছেন ১০ হাজার ৮৩৬টি। এর সবগুলোই তাৎক্ষণিকভাবে সমাধান করা হেয়ছে বলে জানানো হয়। এ ছাড়াও নিয়মিত আইনি সহায়তা পাচ্ছেন ৩ হাজার ৪৯৮ জন প্রবাসী বাংলাদেশি।

সানবিডি/এনজে