দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায় রেড এলার্ট জারি করেছে পানি উন্নয়ন বোর্ড। ভারত থেকে প্রচণ্ড গতিতে পানি আসায় এ ব্যারেজ হুমকির মুখে পড়েছে বলে জানা গেছে। পানির প্রবল চাপে ইতোমধ্যে তিস্তা ব্যারেজের ফ্লাড বাইপাসটি ভেঙে গেছে।
বুধবার (২০ অক্টোবর) সকাল ৯টায় হঠাৎ করে তিস্তা ব্যারাজ এলাকায় পানি বৃদ্ধি পায়। ধীরে ধীরে এই পানি বৃদ্ধি পেয়ে নদী তীরবর্তী নিম্নাঞ্চল তলিয়ে যায়।
একইসাথে তিস্তা ব্যারাজ এলাকা থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের লালমনিরহাট সদরের খুনিয়াগাছ ইউনিয়নে পানি বৃদ্ধি পাচ্ছে।
তিস্তা পাড়ের অনেকে জানান, গত দু’তিন বছরে এবারই হঠাৎ পানি বৃদ্ধি পেয়েছে। যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে, তাতে রাতে কী হবে বলা যাচ্ছে না।
তিস্তা ব্যারাজ এলাকায় বিকাল তিনটায় বিপৎসীমার ৬৭ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহ রেকর্ড করা হয়।
পানি উন্নয়ন বোর্ড ডালিয়ার নির্বাহী প্রকৌশলী আসফুদ্দৌলা বলেন, রেড এলার্ট জারি করা হয়েছে। নিম্নাঞ্চলের সব মানুষকে সরে যেতে বলা হয়েছে। আমরা এলাকাগুলো পরিদর্শন করছি। তিস্তার উৎস বা উজানে ব্যাপক বৃষ্টি হওয়াতে পানি বৃদ্ধি পেয়েছে।
এএ