জালিয়াতির মাধ্যমে ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) ঋণের চার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহাসহ ১১ জনের মামলার রায় ফের পিছিয়েছে। এ নিয়ে দুইবার এই মামলার রায় ঘোষণার তারিখ পেছানো হলো। মামলার রায় ঘোষণার নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ৯ নভেম্বর।
আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আজ বৃহস্পতিবার রায় ঘোষণার দিন ধার্য থাকলেও রায় প্রস্তুত না হওয়ায় তারিখ পেছানো হয়েছে। আগামী ৯ নভেম্বর এই মামলার রায় ঘোষণার নতুন তারিখ ধার্য করা হয়েছে।
সানবিডি/এনজে