বাঁচা-মরার লড়াইয়ে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে পাপুয়া নিউ গিনির। ওমানের মাসকটে আল আমিরাত স্টেডিয়ামে প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ।
প্রথমপর্বে প্রথম ম্যাচেই বড় ধরনের ধাক্কা খায় টাইগাররা। ৬ রানে হেরে বসে অপেক্ষাকৃত দুর্বল স্কটল্যান্ডের কাছে। যে হার বাংলাদেশের সুপার টুয়েলভ অনেকটাই কঠিন করে দিয়েছিল।
তবে দ্বিতীয় ম্যাচেই জয়ে ফেরে মাহমুদউল্লাহ রিয়াদের দল। স্বাগতিক ওমানের প্রতিরোধ ভেঙে ২৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা।
আজ (বৃহস্পতিবার) পাপুয়া নিউগিনির বিপক্ষে ন্যুনতম ৩ রানে জিতলেই সুপার টুয়েলভ নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস, মেহেদী হাসান, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), আফিফ হোসেন, মাহমুদউল্লাহ (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
পাপুয়া নিউ গিনি একাদশ: লেগা সিয়াকা, আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, সেসে বাউ, সিমন আটািই, হিরি হিরি, নরম্যান ভানুয়া, কিপলিন ডোরিগা (উইকেটকিপার), চ্যাড সোপার, ড্যামিয়েন রাভু, কাবুয়া মোরেয়া।
এএ