মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৩০০ গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
শুক্রবার (২২ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২০টি ফেরি দিয়ে যানবাহন ও সাধারণ যাত্রী পারাপার করা হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে জরুরি যানবাহন, ছোট গাড়ি পারাপার করা হচ্ছে। শুধু পাটুরিয়া ট্রাক টার্মিনালে আড়াইশোর মতো পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় আছে। ২০টি ফেরি চলার কারণে দ্রুত সব গাড়ি পার হয়ে যাবে বলে আশা করছি।’
এএ