অস্বাভাবিক আমদানিতে বিপাকে ভারতের স্টেইনলেস স্টিল শিল্প

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১০-২৪ ১৪:২৪:৪৪


নজিরবিহীনভাবে স্টেইনলেস স্টিল আমদানি বেড়েছে ভারতে।এর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয়েছে চীন ও ইন্দোনেশিয়া থেকে। অস্বাভাবিক আমদানি দেশটির গোটা ইস্পাত শিল্পকে বিপদের মুখে ঠেলে দিয়েছে।

বর্তমানে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্টেইনলেস স্টিল উৎপাদক ও ব্যবহারকারী। প্রতি বছর ৫০ লাখ টনেরও বেশি উৎপাদন সক্ষমতা রয়েছে দেশটির। এটি দেশটির স্থানীয় চাহিদার জন্য যথেষ্ট। ১২ শতাংশ স্টেইনলেস স্টিল অবকাঠামো নির্মাণ, ১৩ শতাংশ অটোমোবাইল, রেলওয়ে ও অন্যান্য পরিবহন খাতে, ৩০ শতাংশ ক্যাপিটাল গুডসে, ৪৪ শতাংশ টেকসই ও গৃহস্থালি পণ্যে এবং ১ শতাংশ অন্যান্য খাতে ব্যবহার করা হয়।

ভারতের এ শিল্প খাত সব ধরনের স্টেইনলেস স্টিল উৎপাদনে সক্ষম। চার দশক ধরে খাতটির যৌগিক বার্ষিক প্রবৃদ্ধির হার (সিএজিআর) ৮-৯ শতাংশ। অথচ বৈশ্বিক গড় প্রবৃদ্ধির হার ৫-৬ শতাংশ। ইন্ডিয়ান স্টেইনলেস স্টিল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইএসএসডিএ) এ তথ্য জানিয়েছে।

সানবিডি/এনজে