যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের আমন্ত্রণে সৌদি আরব সফরে গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিন দিনের সফরে তিন দেশটিতে গেছেন বলে জানা গেছে।
ডন জানিয়েছে, ২৫ অক্টোবর সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত মিডল ইস্ট গ্রিন ইনিশিয়েটিভ (এমজিআই) সামিট বা মধ্যপ্রাচ্য সবুজ উদ্যোগ সম্মেলনে অংশ নেবেন তিনি। এ ছাড়া দ্বি-পাক্ষিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেবেন ইমরান খান।
শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী মদিনায় পৌঁছালে ডেপুটি গভর্নর সউদ বিন খালিদ আল ফয়সাল তাকে স্বাগত জানান। পরে মদিনায় মহানবী হজরত মুহাম্মদের (সা.) রওজা জিয়ারত করেন তিনি।
ইমরান খানের সঙ্গে এ সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশিসহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলও রয়েছে।
এ বিষয়ে রেডিও পাকিস্তানের খবরে বলা হয়, জলবায়ু পরিবর্তনের ফলে উন্নয়নশীল দেশগুলোকে যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে, সে বিষয়ে এমজিআই সম্মেলনে মতামত দেবেন ইমরান খান।
সানবিডি/এনজে