মহামারি করোনার নেতিবাচক প্রভাবের পর রাজস্ব আহরণে পূর্ণগতিতে ফিরেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) রাজস্ব আদায়ে রেকর্ড ১৬ দশমিক ৭২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
গত জুলাই -আগস্টে প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল ১৪ দশমিক ৫৫ শতাংশ। এবারে সেই অবস্থানকেও ছাড়িয়ে গেছে এনবিআর। নিবিড় পর্যবেক্ষণ, করনেট বৃদ্ধি ও অটোমেশনের কারণে রাজস্ব আদায়ে গতি এসেছে বলে দাবি করছেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও শুল্ক বিভাগে ৬৪ হাজার ৬৯৫ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ বা আদায় হয়েছে প্রায় ৫৮ হাজার ৩৫১ কোটি টাকা। লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে আছে মাত্র ৬ হাজার ৩৪৩ কোটি টাকা।
এর আগে অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) সবমিলিয়ে তিন খাতে মোট আদায় ৩৪ হাজার ৫৪৮ কোটি ৯৮ লাখ টাকা আদায় হয়েছিল। যেখানে প্রবৃদ্ধি অর্জিত হয় ১৪ দশমিক ৫৫ শতাংশ। ওই সময় লক্ষ্যমাত্রার তুলনায় ৫ হাজার ২১০ কোটি টাকা পিছিয়ে ছিল প্রতিষ্ঠানটি। এসময় লক্ষ্যমাত্রা ছিল ৩৯ হাজার ৭৫৯ কোটি টাকা।
সানবিডি/এনজে