হিন্দু সম্প্রদায়ের পূজাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটা অনাকাঙ্খিত ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য ডিএমপি তৎপর রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম। এজন্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি বাড়ানোর নির্দেশনা দিয়েছেন। আজ রবিবার (২৪ অক্টোবর) ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন।
এ সময় ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগর যেহেতু দেশের রাজধানী, তাই এখানে যেন এ ধরনের কোনও ঘটনা না ঘটে সেজন্য আরও বেশি তৎপর থাকতে হবে, চোখ-কান খোলা রাখতে হবে, গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে।’
‘ইতোমধ্যে ঢাকার বড় বড় পূজামণ্ডপ ও উপাসনালয়ে পুলিশের উপস্থিতি ও নজরদারি বাড়ানো হয়েছে। তাদের যেকোনও প্রয়োজনে আমরা সর্বাত্মক সহায়তা দিতে প্রস্তুত আছি’- বলেন ডিএমপি কমিশনার।
সম্প্রতি কুমিল্লায় এক পূজামণ্ডপে কোরআন রাখাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন অঞ্চলে পূজামণ্ডপে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সারাদেশে প্রায় ৮০টির মতো মামলা ও প্রায় পাঁচ শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সানবিডি/এনজে