দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড (এফবিসিসিআই)’র সঙ্গে সহযোগিতা চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে ইরাকের বাণিজ্য সংগঠন ফেডারেশন অব ইরাকি চেম্বার অব কমার্স।
আজ রোববার (২৪ অক্টোবর) দুপুরে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত আবদুস সালাম সাদ্দাম মোহাইসেন।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এফবিসিসিআই এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্রদূত জানান, এরই মধ্যে এ সংক্রান্ত চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। একইসঙ্গে চিঠির একটি কপি এফবিসিসিআই সভাপতির কাছে হস্তান্তর করেন তিনি।
এসময় এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, ‘যেহেতু ইরাক পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে। অনেক বাংলাদেশি কোম্পানি নির্মাণ খাতে ইরাকে বিনিয়োগে আগ্রহী।’
সানবিডি/এনজে